মুক্তির অনুমতি পেল ‘ব্যাচেলর ইন ট্রিপ’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা নাসিম সাহনিক।
পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি আনকাট সেন্সর পাওয়ায় বেশ ভালো লাগছে। শিগগিরই একটি বিশেষ দিবসকে টার্গেট করে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।
এদিকে প্রযোজক মামুনুর ইসলাম জানান, সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই বেশ আনন্দিত। চলচ্চিত্রটির রিলিজ নিয়ে পুরো টীম কাজ করছে। শিগগিরই চলচ্চিত্রটি দেশ বিদেশের দর্শকরা নানারকম মাধ্যমে উপভোগ করতে পারবেন।
চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা,কায়েস আরজু, কচি খন্দকার,তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, আরও অনেকেই।
আরটিভি/এএ/এস